• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রং নাম্বার অথবা ব্যর্থ ক্রিং ক্রিং


আহমেদ শিপলু
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৬:৪৪ পিএম
রং নাম্বার অথবা ব্যর্থ ক্রিং ক্রিং

তুমি বললে খাঁটি সোনা, তোমরা বললে নকল সোনা, আর আমি চিরকাল চেনা না চেনার ধন্দে...

প্রেমের ভাব আর লেনা-দেনার ফাঁকফোকর জানে না বাউল, খাঁটির হাট বরাবর তার রাস্তা। 
এমন তো হতেই পারত যেখানে মানুষের কোনো ভাষা নেই, ইশারাও নেই। চোখ রাখলেই পড়া যায় মনের কথা ও ভাব। পোশাকের বদলে দেহের নান্দনিক সৌন্দর্যের বাঁক ও চূড়া চোখের তৃষ্ণায়।

রং নাম্বারে প্রার্থনা ঘুরাতে ঘুরাতে অবিরাম ক্রিং ক্রিং, অবিরাম মনুমেন্ট, চিৎকার প্রতারণা। 
চোর চোর এবং চোর এবং চোর আর চোর
এ রকম পড়া যেত চোখের ভাষায় 
যদি না থাকত এই সব অক্ষর ভরা প্রতারণা 
হতো না ভিন্ন ভিন্ন নাম 
মহান স্রষ্টার মহান শব্দটিও জানা হতো না
অথবা স্রষ্টা অথবা আল্লা ভগবান অথবা—অথবা শব্দটিও...

Link copied!