• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলায় মিলু শামসের গদ্যের বই ‘স্ন্যাপশট : টুকরো কথার চিত্র’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৪:২০ পিএম
বইমেলায় মিলু শামসের গদ্যের বই ‘স্ন্যাপশট : টুকরো কথার চিত্র’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও প্রাবন্ধিক মিলু শামসের গদ্যের বই ‘স্ন্যাপশট : টুকরো কথার চিত্র’। বইটি প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের কাকলী প্রকাশনীর স্টলে (প‍্যাভিলিয়ন-৩)। বইটির প্রচ্ছদ করেছেন নূরুল ইসলাম পেয়ার। এর মূল‍্য ২৫০টাকা।

কাকলী প্রকাশনীর প্রকাশক এ. কে. নাসির আহমেদ সেলিম বলেন, “মিলু শামসের অনবদ্য গদ্যভাষার সঙ্গে পাঠক পরিচিত। ভাষার অনাবিল বর্ণময়তায় যেমন তিনি আচ্ছন্ন করেন তেমনি বিষয়ের বলিষ্ঠ উপস্থাপনায় উস্কে দেন পাঠকের চিন্তা করার স্পৃহাকে। এ বইয়ের লেখাগুলো ভিন্ন ধাঁচের। কোনো বিষয়ে তাত্ত্বিক আলোচনা বা প্রথাগত প্রবন্ধ নিবন্ধ নয়, ক্যামেরার স্ন্যাপশটের মতো মুহূর্তের অনুভূতিকে শব্দ দিয়ে চিত্রিত করা। শুধু পাঠের আনন্দে পাঠ করলেও বর্তমান ও অতীতের নানান বিষয়ে তথ্য পাবেন পাঠক। কোনো লেখাই আয়তনে দীর্ঘ নয়। ভিন্ন ভিন্ন স্বাদ ও বৈচিত্রে পূর্ণ প্রতিটি লেখা। তুমুল পাঠবিমুখ পাঠকেরও পড়তে ভালো লাগবে স্ন্যাপশটগুলো।”

লেখালেখিতে মিলু শামস বরাবর নিভৃতচারী। বাবার চাকরি সূত্রে দেশের বিভিন্ন এলাকায় কেটেছে তার শৈশব কৈশোর। দেখেছেন বহু বিচিত্র মানব জীবন। জীবনই তার অন্যতম কৌতূহলের বিষয়। ছাত্রজীবনে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছেন, যা এখন দূরগত স্মৃতির মতো মনে হলেও এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করেন বিশ্বজোড়া অন্যায়, অসাম্যের এ সমাজ একদিন বদল হবেই। আস্থা রাখেন মানুষের ইতিবাচক প্রচণ্ড সম্ভাবনায়। এ বিশ্বাস  ও বোধকে কেন্দ্রে রেখেই আবর্তিত তার যাবতীয় লেখালেখি।

অবসরে বই পড়েন, নাটক ও  সিনেমা দেখেন, আর সুযোগ পেলে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি। দৈনিক জনকণ্ঠে কর্মরত মিলু শামস সাংবাদিকতার সঙ্গে জড়িত ছাত্রজীবন থেকে। 

লেখকের প্রকাশিত গ্রন্থগুলো হলো : আতঙ্কের পৃথিবীতে এক চক্কর (প্রবন্ধ), আবদ্ধ সময় এবং মুক্ত বুদ্ধির চর্চা (প্রবন্ধ), নিরুপায় বৃত্ত (কবিতা), দীর্ঘায়িত দুঃখগুলো (কবিতা), আলোয় নাচে তিমিরের হিম (কবিতা), অমরলোকের প্রত্যাগত (গল্প), অতসীর স্কুল (আত্মজৈবনিক)।

Link copied!