• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলায় ফয়সাল আহমেদের ৫টি বই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৩:৫৫ পিএম
বইমেলায় ফয়সাল আহমেদের ৫টি বই

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক, সম্পাদক ও গবেষক ফয়সাল আহমেদের পাঁচটি বই। বইগুলো হলো— সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি, সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম, ফজলুল হকের গল্পসংগ্রহ, বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ও নদী-বিষয়ক বই ‘প্রিয় নদীর গল্প। বইগুলো পাওয়া যাচ্ছে জাগতিক প্রকাশনে (স্টল নং-৬)।

ফয়সাল আহমেদ একাধারে গল্পকার, প্রাবন্ধিক, বই-বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ ও নদী-বিষয়ক অনলাইন পোর্টাল ‘রিভার বাংলা’র সম্পাদক।

সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি
স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় চার নেতার অন্যতম ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের জীবনীগ্রন্থ ‘সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি’র তৃতীয় সংস্করণ পাওয়া যাচ্ছে বইমেলায়। বইটি ২০১৯ সালে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ লাভ করে। এটির মূল্য ৩২০ টাকা। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী  ও উপরাষ্ট্রপতি  সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে ইতিহাসের প্রামাণ্য দলিলগ্রন্থ ‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’। বইটি উৎসর্গ করা হয়েছে সৈয়দ নজরুল ইসলামের ছেলে, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আশরাফুল ইসলামকে। বইটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন। মূল্য ৮০০ টাকা।

বাংলার মহারাজ : ত্রৈলোক্যনাথ চক্রবর্তী
‘বাংলার মহারাজ : ত্রৈলোক্যনাথ চক্রবর্তী’বইটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন। ১৬০ পৃষ্ঠার বইটিতে ব্রিটিশ বিরোধী বিপ্লবী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। মূল্য ২৫০ টাকা।

ফজলুল হকের গল্পসংগ্রহ
ফজলুল হক ছিলেন অগ্রসর চিন্তার মানুষ। বামপন্থী রাজনীতির সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। আমৃত্যু তিনি লালন করেছেন অসাম্প্রদায়িক চেতনা। যার ছাপ তার লেখায় পাওয়া যায়। বাংলা সাহিত্যে ফজলুল হকের আগমন ঘটে ১৯৪৩ সালে। তার লেখকজীবন ছিল খুবই সংক্ষিপ্ত। তিনি বেঁচেও ছিলেন খুবই অল্প সময়। মাত্র ৩৩ বছর। জীবনের এই সংক্ষিপ্ত সময়ে তিনি মাত্র পাঁচটি গল্প লিখেছেন। এর মধ্যে আবার একটি গল্প আজও খোঁজে পাওয়া যায়নি। সন্ধান পাওয়া গেছে, ‘মাছধরা, ‘বুড়ী-মা’, ‘মাস্টার’ ও ‘হারানের মৃত্যু’নামের গল্পগুলোর। সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত ‘পরিচয়, হুমায়ুন কবীর সম্পাদিত ‘চতুরঙ্গ’ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘নবযুগ’ পত্রিকায় উল্লিখিত গল্পগুলো প্রকাশিত হয়। গল্পকার ফজলুল হকের প্রতিটি গল্পই জীবনমুখী। মানুষ ও সমাজজীবনের হাহাকার, বাস্তব চিত্র তাঁর গল্পে নিপুণভাবে ফুটে উঠেছে। বইটির প্রকাশক দ্যু প্রকাশন। মূল্য ১২০ টাকা।

প্রিয় নদীর গল্প
নদী-বিষয়ক বই ‘প্রিয় নদীর গল্প’ প্রকাশ করেছে ‘জাগতিক প্রকাশন’। বাংলাদেশ ও ভারতীয় ৩১ লেখকের নদী নিয়ে আশা-হতাশার বাস্তব এবং একই সঙ্গে কল্পনার আখ্যান দিয়ে সাজানো হয়েছে ‘প্রিয় নদীর গল্প’বইটি। বইটির প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। পৃষ্ঠা সংখ্যা ১৬০। মূল্য ৩২০ টাকা।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!