• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলায় মীর রবি’র ‘এখানে ভূতের ভয় নেই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০১:৫৬ পিএম
বইমেলায় মীর রবি’র ‘এখানে ভূতের ভয় নেই’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও প্রাবন্ধিক মীর রবি’র শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘এখানে ভূতের ভয় নেই’। বইটি প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশন।

বইটি সম্পর্কে মীর রবি বলেন, “বইটির নাম দেখে মনে হবে এটা ভূতের গল্পের বই। এখানে ভূতের গল্প আছে ঠিক, কিন্তু তা শিশু-কিশোরদের ভূতের ভয় দেখানোর জন্য নয়। মূলত ভূত মানুষের ভ্রান্ত ধারণা, মনের ভয়, দুঃস্বপ্ন এসব জানানোর জন্যই গল্প বলা।”

লেখক আরও বলেন, “শুধু ভূত নিয়ে গল্প নয়, এই বইয়ে গল্পে গল্পে নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসও জানাবার চেষ্টা করেছি। সাহসী কিশোরদের যুদ্ধ জয়ের গল্পও স্থান পেয়েছে বইটিতে। আশা করি শিশু-কিশোরদের সঙ্গে বড়রাও গল্পগ্রন্থটি পছন্দ করবে।”

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী আল নোমান। দাম ১৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ঝুমঝুমি প্রকাশনায় (স্টল : ০২)।

মীর রবি’র প্রকাশিত প্রথম কবিতার বই ‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ’র জন্য পেয়েছেন ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮’। প্রকাশিত অন্য বই ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’ ও ‘ক্রস মার্কার’ ও  ‘বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায়’।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!