• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

রাত্রি । নাজমীন মর্তুজা


নাজমীন মর্তুজা
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৫:০৬ পিএম
রাত্রি । নাজমীন মর্তুজা

রাত্রিটা বড় মনোমুগ্ধকর! 
নীল আসমান ঝুলে আছে...
স্পষ্ট নক্ষত্রের ছাপচিত্র, 
মাঝখানে প্রজ্জ্বলিত চাঁদ তো নয়...
যেন কাচের লণ্ঠন! 
বসে বসে নিখিলের দৃশ্য দেখছি,
কে কাকে দর্শন করছি, কে কার দ্রষ্টব্য, 
কার চোখ কে পড়ছে 
কে জানে!

আকাশ ডাকছো বুঝি 
এই তো আসছি...
কোথায় ছিলাম এত দিন...
মৃত খোলসের আড়ালে বিশ্রামে ছিলাম 
মাটির রসস্রোত—
আলো হাওয়ার রাজ্যে 
ফুটে ওঠা ফুল
রাতের অতলে একটা তারা হয়ে।
যে তারাটির নাম দিয়েছে 
বীরাঙ্গনা।

নির্বিবাদে মুক্তো হলো জীবন 
আসছি দাঁড়াও...
এক জীবনের কথা বয়ে আনছি 
নীল দরজা খুলে রেখো...
আসছি রাতের কুজ্ঝটিকা দূরে ঠেলে।
ঐ ষোলোই ডিসেম্বর এলেই 
কেবল আমার ডাক পড়ে 
ফুলের হার গলায় জড়িয়ে 
ছবি তুলবার, দু দণ্ড ভয়াল 
স্মৃতি কপচাবার।
আমি আমরা ভালো আছি 
আজকাল ফেসবুকে 
বীরাঙ্গনা নামের গ্রুপটাতে 
জমিয়ে গল্প করে বেঁচে আছি 
আমরা কতক।

Link copied!