• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

জাতির জনকের প্রতি


চাণক্য বাড়ৈ
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৭:১০ পিএম
জাতির জনকের প্রতি

আমাদের তুমি ক্ষমা কোরো না 
আমরা অধম, পিতৃহন্তা জাতি
আমরা এ দায় এড়াতে পারি না
বর্বর সব, আমরা আত্মঘাতী।

তিতাস পদ্মায় তোমার রক্তধারা
দেখেছি তার শান্ত জলের শোক
রক্তনদে জল দেখে শুধু যারা
আছে কি তাদের দেখার মতো চোখ?

স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছ তুমি—
বোঝেনি খুনি মুক্তির সেই স্বাদ
নিমেষে খুইয়েছে সার্বভৌম ভূমি
বুলেটের ঘায়, বিকৃত উন্মাদ!

হাতে রাইফেল ট্রিগারে আঙুল—
তুমি নির্ভীক, চিতিয়ে দিয়েছ বুক
ক্ষমতা বুঝি পেয়ে যাবে বিলকুল
ভেবে নিয়েছে অসভ্য উজবুক।

ইরেজার ঘষে নাম মুছে দেবে
তাই নিয়ে আঁকে নীলনকশার রেখা
তোমার কীর্তি ইতিহাস হয়ে রবে
চির অমলিন, স্বর্ণাক্ষরে লেখা।

আমাদের তুমি ক্ষমা কোরো না
ঊর্ধ্বে থেকে, তাকাও অনিঃশেষ
বুকে যেন থাকে তোমার চেতনা
চোখে স্বপ্ন, তাই দিয়ে গড়ি দেশ।

Link copied!