• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

কাক এবং বাচ্চা ছেলে


কামরুল হাছান
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৭:৪২ পিএম
কাক এবং বাচ্চা ছেলে

কাকটা কা কা করছে। ও তিন দিন ধরে খেতে পারছে না। একদিকে অসুস্থ, অন্যদিকে শরীর দুর্বল। তার মধ্যে তার পাখাটা ভেঙে গেছে। এই অবস্থায় সে না পারছে তার জায়গায় যেতে, না পারছে খাবার খেতে। তাই কাকটা কা কা করেই সময় পার করছে। কেউ যদি সাহায্যে হাত বাড়ায়। বাচ্চা একটা ছেলে কাকটাকে দেখতে পেয়ে এগিয়ে এলো। কাকটা মনে করল তার ত্রাণকর্তা এলো। বাচ্চাটা অসুস্থ কাকটাকে নিয়ে খেলা করতে লাগল। কাকের চিৎকারে আকাশ-পাতাল ভারী হয়ে গেল। বাচ্চা ছেলেটা মজা পেল। কাকের যত চিৎকার বাচ্চা ছেলেটার তত মজা। কাকটা কা কা করতেই করতেই মারা গেল। বাচ্চা ছেলেটা কাকের দুঃখ বুঝল না।
 

Link copied!