• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

কাগজের বাঘ


খালেদ চৌধুরী
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৬:০৬ পিএম
কাগজের বাঘ

মহাজাগতিক ভ্রমণে বয়স বাড়ে না, 
আহারবিহারের চিন্তা থাকে না
আলোকলোকের দেশে অনন্ত ঠাঁই।
হয়তো বলবে, “কী সব ছাই।”

দুপুর রোদে পুকুরপাড়ে পাগলের মতো লোকটা
পাতার ফাঁক গলিয়ে দৃষ্টি মেশাতেই
টস করে দিয়াশলাইয়ের বারুদ জ্বলে ওঠে।
তোমাদের ঠাটবাট চিনির বিষের মতো মিহি
সবকিছুতেই একটা লাভ-ক্ষতির হিসাব।

এই সব নোট দিয়ে আলোর গতি ছোঁয়া যায়?

ঘোষণা করা হোক বিস্তর উদ্বৃত্ত কেবল কাগজের বাঘ
কে যে কখন নিঃশেষ হয়ে যাই, কেউ জানি না।

Link copied!