লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। শীতের রোগ সারাতে ভিটামিন সি অত্যন্ত উপকারী। তাই প্রতিদিনই খাবারের সঙ্গে এক টুকরো লেবু রাখুন। লেবু দিয়ে বিভিন্ন খাবারও বানানো হয়। লেবুর শবরত থেকে শুরু করে আচার পর্যন্ত বানানো যায়। তরকারির স্বাদ বাড়াতেও লেবু ব্যবহার করি। লেবুর রসের এত ব্যবহার তো সবাই জানেন। কিন্তু লেবুর খোসাও যে নানা কাজের জন্য় উপকারী, তা কি জানেন?
লেবুর রস চেপে নিয়ে খোসা ফেলে দিই আমরা। ফেলে না দিয়ে লেবুর খোসাকে ঘরের নানা কাজে লাগানো সম্ভব। কিন্তু কীভাবে? দাগ পরিষ্কার করা, গন্ধ অপসারণের মতো বিভিন্ন কাজ করা যাবে লেবুর খোসা দিয়ে।
লেবুর খোসা আবর্জনায় ফেলবেন না, বরং তুলে রাখুন। লেবুর খোসা দিয়ে কোনো গৃহস্থালি কাজের সমাধান মিলবে কোন উপায়ে, তা জেনে নিন এই আয়োজনে।
দুর্গন্ধ দূর করবে
মাছ, মাংস কিংবা পেঁয়াজ এবং রসুন কাটলে হাতে দুর্গন্ধ হয়। তীব্র এই গন্ধ দূর করতে লেবুর খোসা। লেবুর খোসা দিয়ে আঙুল ও নখ ভালোভাবে ঘষুন। দুর্গন্ধ দূর হয়ে যাবে। হাতের ত্বকও মসৃণ হবে।
কাপড়ে দাগ সরাবে
খাওয়ার সময় মাঝেমধ্যেই পোশাকে তরকারির ঝোল পড়ে যায়, যা বিব্রতকর। তরকারি হলুদের দাগ কাপড়ে শক্তভাবে বসে যায়। সেখানে সাবান ব্যবহার করলে দাগ আরও খারাপ হয়ে যায়। এই দাগ অপসারণে এর ওপর লেবুর রস, এক চিমটি লবণ ছিটিয়ে দিন। এরপর লেবুর খোসা দিয়ে ঘষুন। এবার পোশাকটি রোদের নিচে রাখুন। আবারও একইভাবে করুন। ২ থেকে ৩ বার একই উপায় করলে দাগ পুরোপুরি উঠে যাবে।
ঘরের সুগন্ধি
লেবুর তাজা ও সাইট্রাস গন্ধ পছন্দ করলে আপনি লেবুর খোসা দিয়ে ঘরের জন্য় সুগন্ধি বানিয়ে নিতে পারবেন। মাত্র ২ থেকে ৩টি লেবুর খোসা জ্বালিয়ে একটি পাত্রে ঘরের যেকোনো কোণে রেখে দিন। এই উপায়ে প্রাকৃতিক সুগন্ধি পাবেন। ঘরও সতেজ থাকবে সহজ উপায়ে।
প্রত্নবস্তুর চাকচিক্য
সময়ের সঙ্গে ধাতব প্রত্নবস্তু চাকচিক্য হারায়। কালচে হয়ে যায়। বাড়ির ধাতব জিনিসপত্র নিস্তেজ হয়ে গেলে লেবুর খোসা দিয়ে চকচকে ভাব ফিরিয়ে আনুন। একটি লেবুর খোসা নিন এবং এটিকে উল্টে দিন, যাতে পাল্পির দিকটি বাইরে থাকে। এখন শুধু খোসা দিয়ে সমস্ত প্রত্নবস্তু ঘষুন এবং ৩ থেকে ৪ ঘণ্টা রোদে রাখুন। লেবু সূর্যের সঙ্গে প্রতিক্রিয়া করে এবং ধাতুর চাকচিক্য ফিরিয়ে আনে।
ত্বকের স্ক্রাব
ত্বক ভালো রাখতে স্ক্রাব করতে হয়। লেবুর খোসা দিয়ে সহজেই স্ক্রাব করে নিতে পারবেন। শুধু লেবুর চামড়া ঝাঁঝরি করুন। একটি পাত্রে লেবুর জেস্ট সংগ্রহ করুন। এবার ৩ থেকে ৪ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে আধা চা-চামচ লবণ দিন। ভালোভাবে মিশিয়ে নিন। ত্বকের জন্য় স্ক্রাব প্রস্তুত। হাত, পায়ে এই স্ক্রাব ব্যবহার করলে নরম এবং মসৃণ ত্বক পাবেন। মুখে ব্যবহার না করাই ভালো।
ক্রোকারিজের যত্নে
শোকেজে রাখা সাদা ক্রোকারিজে শক্ত হলুদ দাগ থাকলে তা দূর করুন লেবুর খোসা দিয়ে। লেবুর খোসার মধ্যে আধা চা-চামচ বেকিং সোডা নিন। তা দিয়ে ক্রোকারিজ স্ক্রাব করুন। স্ক্রাব করা হলে ৩০ মিনিট আলাদা করে রাখুন। এরপর লিকুয়িড সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। ক্রোকারিজ নতুনের মতোই ঝকঝকে হবে।