• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমোতে নেই পাকিস্তানের নাম, ভারতকে নিয়ে মাতামাতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৬:২৩ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রোমোতে নেই পাকিস্তানের নাম, ভারতকে নিয়ে মাতামাতি
ছবি: প্রতীকী

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য স্টার স্পোর্টস ইন্ডিয়া প্রকাশিত প্রোমো সমালোচনার মুখে পড়েছে। মেগা ইভেন্টের প্রচারমূলক ভিডিওতে আয়োজক দেশের (পাকিস্তান) নাম উল্লেখ করা হয়নি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিকে হাইলাইট করার পরিবর্তে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন বিষয় বেশি বেশি দেখানো হয়েছে। যে আসরের শিরোপা জেতে ভারত।

২০১৭ সালে শেষবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। কিন্তু প্রোমোতে বিজয়ী হিসেবে পাকিস্তানের কোনো ছবি বা ভিডিও ক্লিপ অন্তর্ভুক্ত করা হয়নি। যা পাকিস্তানি ক্রিকেট ভক্তদের চরমভাবে হতাশ করেছে।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বাদ দেওয়া এবং আসন্ন টুর্নামেন্টের আয়োজক হিসাবে পাকিস্তানকে স্বীকার করতে ব্যর্থতার জন্য ভক্তরা স্টার স্পোর্টসের সমালোচনা করেন।

এদিকে, চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষ কর্মকর্তারা বর্তমানে দুবাইয়ে রয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করছেন।

একটি সূত্র জানায়, অধিকাংশ সমস্যার সমাধান হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল। আসন্ন আসরেও শিরোপা ধরে রাখতে চায় পাকিস্তান।

Link copied!