শীতে আরাম পেতে জুতার সঙ্গে মোজা পরতে হয়। তবে মোজা বেশি সময় ধরে পরে থাকলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়। এতে অনেককেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে আরামের সঙ্গে সঙ্গে চাই স্বাচ্ছন্দ্য। তাই মোজা থেকে দুর্গন্ধ দূর করা প্রয়োজন। চলুন জেনে নিই, মোজার দুর্গন্ধ দূর করবেন যে উপায়ে।
- শীতেও পা ঘামার সমস্যা অনেকেই থাকে। তাদের মোজা দুর্গন্ধ হয় বেশি। তাই আগে পায়ের যত্ন নিতে হবে যাতে পা ঘামার সমস্যা কমে যায়। এ ক্ষেত্রে সারা দিন শেষে বাড়ি ফেরে উষ্ণ লবণ পানিতে আগে পা ধুয়ে নিতে হবে। এরপর ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
- মোজার দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকর। জুতা খুলে শুকনো কাপর দিয়ে মুছে কিছুটা বেকিং পাউডার বা বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। পরদিন ব্যবহারের আগে বেকিং সোডা ফেলে দিয়ে ব্যবহার করুন। সহজে গন্ধ হবে না।
- যারা মোজা সব সময় ব্যবহার করেন তাদের একাধিক মোজা রাখলে ভালো। প্রতিদিনের মোজা প্রতিদিন কেচে নিলে দুর্গন্ধ হওয়ার সুযোগ থাকে না।
- একটি ছোট কাপড়ে অল্প একটু বেকিং সোডা নিয়ে বেধে মোজার মধ্যে রেখে দিন। এতে মোজার গন্ধ দূর হবে।
- এক টুকরো কাপড় লবঙ্গ তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিন সারা রাত। এতে জুতার দুর্গন্ধ দূর হবে।
- বেবি পাউডার জুতার দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকর। জুতা পায়ে দেওয়ার আগে কিছুটা পাউডার ছিটিয়ে নিন। তবে খেয়াল রাখবেন পাউডার যেন বেশি না হয়।
- ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে।