শীত এসেই গেল। কনকনে শীতে কাঁপছে শহর-গ্রামাঞ্চল। শীতের মৌসুম মানেই বাড়তি আনন্দ। উত্সব, পার্টি, ঘোরাফেরা যেন লেগেই থাকে। তাই তীব্র শীতেও স্টাইলের কথা ভুলে গেলে চলবে না। পার্টি কিংবা ট্যুরে যেতে নিজেকে তো ফ্যাশনেবল করে উপস্থাপন হতেই হবে। সবকিছুর মাঝেও স্টাইল কিন্তু বাদ দেওয়া যাবে না। শীত ঠেকাতে সোয়েটার, জ্যাকেট, মাফলার, মাঙ্কিক্যাপ, কার্ডিগান পরতে হয়। তবে এসবের নীচে প্রায়ই চাপা পড়ে যায় সুন্দর পোশাক। তা হলে ডিজ়াইনার, স্টাইলিশ জামাকাপড় পড়ে লাভ কী বলুন! এক্ষেত্রে সমাধান হতে পারে, স্টাইলিশ শীতের কাপড়। অর্থাত্ শীতের পোশাকেই থাকবে ফ্যাশনের ছোঁয়া। চলুন জেনে নেই, কেমন হতে পারে শীতের ফ্যাশনেবল পোশাক_
উলে বোনা ড্রেস
বহু যুগ আগ থেকেই শীতে উলে বোনা সোয়াটারের চল রয়েছে। এবার সেই স্টাইল বদলে নিতে পারেন। পরতে পারেন উলে বোনা ড্রেস। যা দেখতে হবে কাপড়ের ড্রেসের মতোই। কিন্তু ফ্যাব্রিক থাকবে উলের। হালকা বা গাঢ় যে কোনও রঙের উল দিয়ে পোশাক তৈরি করে নিতে পারেন। উলের ড্রেসের সঙ্গে পরতে পারেন কনট্রাস্টিং রঙের ট্রেঞ্চ কোট। আর পায়ে পরতে পারেন অ্যাঙ্কেল বুট জুতো।
মিডি ড্রেস
শীতের ফ্যাশনে বেছে নিতে পারেন উলে বোনা মিডি ড্রেস। নরম উল দিয়ে বোনা এই পোশাক রাতের যেকোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন। সঙ্গে যদি একটি বেল্ট জুড়ে দেন, তবে আরও স্টাইলিশ দেখাবে। বেল্ট কোমরে বেধে নিন। আর ফেল্টের লম্বা কোট পরে নিন। ব্যস, আপনিই হয়ে উঠবেন সবচেয়ে আকর্ষণীয়।
হাই নেক উইন্টার ড্রেস
শীতের তীব্রতা বেশি হলে হাই নেক উইন্টার ড্রেস পরতে পারেন। শীতে হাইনেকের যেকোনও পোশাকই ভালো লাগে। হাইনেক টপ বা ব্লাউজ়ের সঙ্গে শাড়ি পরলেও কিন্তু বেশ লাগবে। হাইনেক সোয়েটারের সঙ্গে ডেনিম বা মিডি স্কার্ট পরতে পারেন। এর উপরে হাতকাটা জ্যাকেট পরা যেতে পারে। তবে গলায় ডিজাইনার মাফলার জড়াতে ভুলবেন না।
রাফেল মিডি
পার্টিতে যেতে উলের তৈরি রাফেল মিডি ড্রেসও পরতে পারেন। শীতের বাজারে উলের রাফেল ড্রেস পাওয়া যায়। এই ড্রেসের সঙ্গে হাঁটু অবধি বুট জুতো পরুন। আপনাকে বেশ লাগবে।
স্ট্রাইপড বডিকন
শীতের মৌসুমে ডোরাকাটা বডিকন ড্রেস পরতে পারেন। এটি এখন বেশ ট্রেন্ডিং। তবে উলে বোনা ডোরাকাটা বডিকন ড্রেস পরুন। লম্বালম্বি বা তির্যক ডোরাকাটা উলের পোশাকের চাহিদা অনেক বেড়েছে। কোথাও বেড়াতে গেলে এটি হবে পারফেক্ট পোশাক।