• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৪ রজব ১৪৪৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাবলিগের সাদপন্থিদের বিক্ষোভ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৪:৫৫ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তাবলিগের সাদপন্থিদের বিক্ষোভ

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তাবলিগের জুবায়েরপন্থিরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী স্টেশন রোডে মহাসড়ক অবরোধ করেন জুবায়েরপন্থিরা।

২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমায় দুই পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি নিহত হওয়ার ঘটনায় সাদপন্থিদের বিচারের দাবিতে তারা এই কর্মসূচিতে নামেন। পরে দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

জানা যায়, ইজতেমা ময়দানে ভোর থেকেই জুবায়েরপন্থিরা শক্তি বৃদ্ধি করে। এরপর তারা মহাসড়ক অবরোধ করেন। টঙ্গী ইজতেমা ময়দানের তিন পাশে সড়কে মুসল্লিরা অবস্থান নেন।

বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সাদপন্থিদের জোড় ইজতেমা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু ৩ ডিসেম্বর সমাপ্ত হওয়া শুরায়ে নেজামের জোড় ইজতেমার পর থেকে মাঠের নিয়ন্ত্রণে থেকে তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে জুবায়েরপন্থিরা।

তারা বলছেন, শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) ৪ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান ছাড়বেন। এই অবস্থায় সাদপন্থিরা ময়দান না পাওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আর শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টাই পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল।

Link copied!