• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

লিটারে ৮ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৪:০৮ পিএম
লিটারে ৮ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ
বোতলজাত সয়াবিন তেল। ফাইল ফটো

প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ভোজ্যতেলের দামও বাড়ানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিল। 

এসময় বর্তমান বাজার পরিস্থিতির কথা তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন বলেন, “বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, ভোক্তারাও অস্বস্তিতে রয়েছেন। সেজন্য আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছি। নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আশা করছি, বাজারে তেলের আর ঘাটতি হবে না।”

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, “গত এপ্রিলে ১৬৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। এরপর এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম অনেকটাই বেড়েছে। যে কারণে দেশে স্থানীয় মজুতদারি বেড়েছে। তেলের পযাপ্ত মজুত রয়েছে। অনেকে কিনে মজুত করেছে। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমরা সেটা মনিটরিং করছি।”

Link copied!