আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলীয় শক্তি ও সমঝোতা বাড়ানোর সুযোগগুলো পুরোপুরি কাজে লাগাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আর তাই পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।
দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তানে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে, যেখানে নিউজিল্যান্ডও রয়েছে। সেটা আগামী বছরের ফেব্রুয়ারিতে।
সংযুক্ত আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেওয়া দলে ৯টি পরিবর্তন এসেছে। যুক্ত হয়েছেন কাগিসো রাবাদা, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, কেশব মহারাজ এবং তাবরেজ শামসির মতো খেলোয়াড়। যারা প্রায় এক বছর আগে শেষ ওয়ানডে খেলেছিলেন।
আঠারো বছর বয়সী ফাস্ট বোলার কোয়েনা মাফাকা হচ্ছেন স্কোয়াডের একমাত্র নতুন খেলোয়াড়। মাফাকা চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী ছিলেন। বেশ কয়েকজন তারকা ইনজুরিতে থাকায় দলে সুযোগ পাননি। তারা হলেন অনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, গেরাল্ড কোয়েটজে, ভিয়ান মুলডার, নান্দ্রি বারগার।
স্কোয়াডের নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, টনি ডি জর্জি, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), কেশব মহারাজ, কোয়ানা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেল্টন, তাব্রেসি শাকিব ও ভ্যান ডার ডুসেন।