দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি একাধারে অভিনেত্রী, ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি বেশ সরব। আর তাই শ্রীলেখার প্রতিটি পোস্ট হয়ে যায় ভাইরাল। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে আক্ষেপ তুলে ধরেন এই অভিনেত্রী। শ্রীলেখা মিত্র এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল। শীতের ভালো ভালো জামা কাপড় পরে আছে কিন্তু ঘুরতে যাওয়ার সঙ্গী নেই।’
কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ের জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্টও করেন অভিনেত্রী। শ্রীলেখা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তার সাবেক স্বামী শিলাদিত্য সান্যালের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ঐশীকে।
ঐশীর ভালো নাম মাইয়া। মেয়ের জন্মদিনে অভিনেত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ছোট্ট মনে কষ্ট চেপেই বেড়ে উঠেছে। মানুষের মতো মানুষ হয়েছে।
শ্রীলেখা এবং শিলাদিত্য আর একসঙ্গে নেই। তাদের ২০১৩ সালেই বিবাহ বিচ্ছেদ হয়।
এদিকে বাংলাদেশের নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় এইনেত্রী। সিনেমার নাম ‘তরী’। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাশিদ পলাশ। জানুয়ারিতেই বাংলাদেশে তার আসার কথা রয়েছে।