• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

লিপবাম সংগ্রহ করে বিশ্বরেকর্ড শিশুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৪:০৪ পিএম
লিপবাম সংগ্রহ করে বিশ্বরেকর্ড শিশুর

মানুষ শখের বসে কতকিছুই না করে। দিনে-দিনে বিচিত্র সব শখের নজির মিলেছে ইতিহাসে। ব্যক্তিজীবনের গতবাঁধা নিয়মের বাইরে মানুষ শখ করে অনেক কিছুই করে। অনেকের আবার শখ, পুরনো জিনিস সংগ্রহ করা। অদ্ভুত সব শখের জন্য অনেকে আবার পরিচিতি পেয়েছে বিশ্বের কাছে। বিচিত্র শখ সংগ্রহ করে এবার গিনেস ওয়ার্ল্ডে রেকর্ড করলেন চীনের এক শিশু।

চীনে মাত্র ৬ বছর বয়সী স্কারলেট অ্যাশলে চেং সংগ্রহ করেছেন ৩৩৮৮টি লিপবাম। ২০২১ সালের ২৪ এপ্রিল গিনেস ওয়ার্ল্ডে বিশ্বের সবচেয়ে বেশি লিপবাম সংগ্রহের জন্য রেকর্ড করেন স্কারলেট। শুধু স্কারলেট অ্যাশলে চেংই নন, তার সঙ্গে রয়েছে তার ৮ বছর বয়সী বোন কাইলিন।

ছোট সময় ঠান্ডার কারণে স্কারলেট এবং কাইলিনের ঠোঁট ফেটে যেত। তখন তাদের দাদি লিমবাম লাগিয়ে দিতেন ঠোঁটে। তখন থেকেই লিমবামের গন্ধ তাদের খুবই ভালো লাগত। তারপর দাদির দেয়া লিপবাম সংগ্রহ করা থেকেই শুরু হয় তাদের লিপবাম সংগ্রহের তোড়জোড়। এখন তাদের কাছে বার্টস বিস, ইওস, হাম্বল, নিভিয়া থেকে শুধু করে অনেক ব্র্যান্ডের লিপবাম রয়েছে।

স্কারলেট বিশ্বাস করেন যে, সুন্দর জিনিস সংরক্ষণ করা একটি ভালো এবং সুন্দর অভ্যাস। বড় বড় ব্র্যান্ড ছাড়াও স্কারলেট এবং তার বোন কাইলিন বাড়িতে  বিভিন্ন সুঘ্রাণযুক্ত লিপবাম তৈরি করে থাকে। সংগ্রহের পাশাপাশি সেগুলো তারা পরিবারের সদস্যদের এবং বন্ধুদের উপহার দেয়।

গিনেস ওয়ার্ল্ডে নিজেদের নাম তালিকাভুক্ত হওয়ার পর আশেপাশের সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তারা। এছাড়াও এই সংগ্রহ আরও বড় করার ইচ্ছা তাদের। হয়তো নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙতে পারবে বলে আশা করছেন তারা।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

 

Link copied!