• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফ্যাশন ট্রেন্ড জেনেই গরমের পোশাক কিনুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৫:০৮ পিএম
ফ্যাশন ট্রেন্ড জেনেই গরমের পোশাক কিনুন

সময় পাল্টালে দ্রুত ফ্যাশন পরিবর্তন হয়। বসন্তের উষ্ণ এই আবহাওয়ায় নতুন ফ্যাশনেরও আত্মপ্রকাশ ঘটেছে। ডিজাইনাররাও বসন্তের ফ্যাশনের মূল বিষয়গুলো নিয়ে কাজ করে। সেদিকে খেয়াল রেখেই গরমের পোশাকের কেনাকাটা শুরু করুন।

গরমের পোশাক কেনাকাটায় যে বিষয়গুলো খেয়াল রাখবেন_

ডিজাইনার ক্যাটালগের মাধ্যমে কেনাকাটা করতে পারেন। এগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়। সঠিক মৌসুমের সঠিক পোশাকটিও পাওয়া যায়। মার্চ পর্যন্ত যে ক্যাটালগগুলো বের হয়েছে তা দেখে কেনাকাটা করতে পারেন। বিখ্যাত ম্যাগাজিনগুলো থেকে ধারণা নিতে পারেন। যেগুলোতে সব বয়সীদের ফ্যাশনের স্বাদ পাওয়া যায়।

সামাজিক মিডিয়া থেকেও ধারণা নিতে পারেন। অনলাইনে ব্যক্তিগত উদ্যোগে পোশাক বিক্রি হয়। তারাও ট্রেন্ড অনুযায়ী পোশাকের ব্যবস্থা রাখেন। জনপ্রিয় সাইটগুরো ভিজিট করুন। সঠিক পোশাকটির ধারণা পেয়ে যাবেন।

প্রিয় ফ্যাশন ব্লগ বা ব্র্যান্ডের ডিজাইন দেখে নিতে পারেন। নতুন ফ্যাশনের পোশাকটি কোথায় পাওয়া যাচ্ছে সেই ধারণাও পাওয়া যাবে।

গরমের ফ্যাশন ট্রেন্ডে হালকা রং বেশি চলে। নিজের পছন্দ অনুযায়ী প্রিয় রঙটি বেছে নিন। প্রিয় রঙের পোশাকের মধ্যে ডিজাইনের ক্ষেত্রে স্ট্রাইপ, বক্ররেখা রাখতে পারেন। ফ্যাশনে নিজের শৈলীর অনুভূতি প্রকাশ করুন। এটি আপনার রুচিরও পরিচয় দিবে।

ডিজাইনার পোশাকে যেন স্বাচ্ছন্দ্য বোধ হয় সেদিকে খেয়াল রাখুন। যে পোশাকে আরাম পাওয়া যাবে না তা কিনবেন না।

Link copied!