• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দাঁতের জোরে টেনে নিল ১৫ টনের ট্রাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০১:২৫ পিএম
দাঁতের জোরে টেনে নিল ১৫ টনের ট্রাক

কঠোর অনুশীলনে সবকিছুই সম্ভব, যা প্রমাণ করে দেখালেন মিসরের ইসমাইলিয়াতের আশরাফ মাহরুস মোহাম্মদ সুলাইমান। নিজের দাঁত দিয়ে ১৫ টনের ট্রাক টেনে দেখিয়েছেন তিনি। ট্রাক টানার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সবার নজরে আসে। মিসরের এই বাসিন্দা অসাধারণ এই কাজের জন্য গিনেস বুকে নিজের জায়গাও করে নিয়েছেন।

গিনেস ওয়াল্ড রেকর্ড অনুযায়ী, ২০২১ সালের ১৩ জুন রেকর্ডটি করেন আশরাফ সুলিমান। তিনি  পেশাদার কুস্তিগীর আশরাফ কাবোঙ্গা নামেই বেশি পরিচিত। নিজের দাঁত দিয়ে ট্রাক ও আঙুল দিয়ে একটি গাড়ি টানতে সক্ষম হয়েছেন এই কুস্তিগীর। আনুষ্ঠানিকভাবে দাঁত দিয়ে টানা ভারী গাড়ির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পুরুষ বিভাগের এখন রেকর্ডটি তার। এরপর তিনি প্লেন টেনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুরুষের খেতাব জয়ের স্বপ্ন দেখছেন।

বিশ্বরেকর্ডে সার্টিফিকেটের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে কৃতিত্ব উদযাপন করেছেন আশরাফ সুলিমান। অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে সুলিমান বলেন,, ‘কঠোর অনুশীলন করেই এই প্রাপ্তি আমার। আমি আনন্দিত। ছোটবেলা থেকেই সমবয়সীদের তুলনায় আমার শক্তি বেশি ছিল। প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন এটি উপলব্ধি করি। মজা করে, দুই সহপাঠীর পা-ও ভেঙে দিয়েছিলাম। কাজটা খারাপ হয়েছিল। এখন আর কারও সঙ্গেই মজা করি না।”

 

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

Link copied!