• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কাঁচ ভাঙা খেয়ে বিশ্বরেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ১১:৫৩ এএম
কাঁচ ভাঙা খেয়ে বিশ্বরেকর্ড

কাঁচ ভাঙা খেয়ে বিশ্বরেকর্ড করলেন ভারতের পতেশ তালুকদার। সম্প্রতি বিষ্ময়কর এই কাজের জন্য় তার নাম গিনেস বুক অব রেকর্ডসে উঠে এসেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে দ্রুত খাওয়ার ক্যাটাগরিতে রেকর্ড করেছেন ভারতের পতেশ তালুকদার। একটি পানির গ্লাসের ভাঙা টুকরো খেয়ে ফেলেছেন তিনি।

অনেকটা সাবলীলভাবেই কাজটি করেছেন পতেশ তালুকদার। কাঁচের টুকরোগুলো খেয়েছেন তাও খুব অল্প সময়েরই মধ্যেই। পুরোটা খেতে তার সময় লেগেছে মাত্র ১ মিনিট ২৭ সেকেন্ড।

২০১১ সালের ১০ মার্চ রেকর্ডটি করেছেন পতেশ তালুকদার। ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের শোতে রেকর্ডটি করেন। আজ অবদি এই কাজে তাকে কেউ টেক্কা দিতে পারেনি।

পতেশ তালুকদার অনায়াসে কাঁচের টুকরো খেয়ে বিশ্ববাসীকে অবাক করেও থেমে থাকেন নি। প্লাস্টিক ও সিরামিকের নানান জিনিসপত্রও তিনি সহজেই খেতে পারেন।

Link copied!