• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

নতুন জুতা পরে পায়ে ফোস্কা পড়লে কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০২:৫৯ পিএম
নতুন জুতা পরে পায়ে ফোস্কা পড়লে কী করবেন

নতুন জুতা পরতে কার না ভালো লাগে। কিন্তু মুশকিল হলো যত দামি জুতাই হোক না কেন নতুন জুতা পরে কিছুক্ষণ হাঁটিহাঁটির পর অনেকেরই পায়ে ফোস্কা পড়ে। প্রথমে ফোস্কা পড়ে তারপর চামড়া উঠে ক্ষত তৈরি হয়ে শেষমেষ কালো দাগ হয়ে যায়। সে দাগ মুছতেও বেশ সময় লাগে। তবে এমন একটি যন্ত্রণাদায়ক সমস্যার যে কোনো সমাধান নেই তা কিন্তু নয়। একেবারে কিছু ঘরোয়া উপায় মেনে চললে জুতা থেকে তৈরি ফোস্কা পড়া এড়ানো সম্ভব। চলুন জেনে নিই-

  • জুতা পরার আগের দিন রাতে জুতার গায়ে ময়েশ্চারাইজার, ভ্যাসলিন বা নারকেল তেল ভালো করে মাখিয়ে রাখুন। সারারাত এভাবেই রেখে দিন। সকালে বের হওয়ার আগে কাপড় দিয়ে তা মুছে পায়ে পরুন। জুতা পরার সময় পায়েও খানিকটা ময়েশ্চারাইজার মেখে নিতে পারেন। এতে জুতার চামড়া নরম হবে।
  • জুতার যে জায়গাগুলো শক্ত বলে মনে হবে, ওই স্থানে টেপ লাগিয়ে নিতে পারেন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।
  • যদি ফোস্কা উঠেও যায় তাহলে প্রথম অবস্থায় কখনোই ফোস্কা ফাটিয়ে দেবেন না। আর যদি কোনো কারণে ফোস্কা ফেটে যায়, সেক্ষেত্রে ক্ষতস্থানে জীবাণুনাশক ক্রিম লাগিয়ে রাখুন। ফোস্কা নিয়ে কষ্ট করে হাঁটাচলা করতে যাবেন না।
  • ফোস্কা থেকে তৈরি হওয়া ক্ষতে দিনে ২-৩বার মধু ও অ্যালোভেরা জেল লাগান। এই দুই উপাদান ফোস্কার ক্ষত শুকাতে সাহায্য করে।
  • ফোস্কার জায়গায় টুথপেস্ট ব্যবহার করলেও আরাম পাওয়া যায়। এছাড়া ফোস্কা থেকে রেহাই পেতে বরফ দারুণ কাজ দেয়।

তবে যদি অতিরিক্ত সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Link copied!