• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৪:৪৭ পিএম
বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ

বিপদে বন্ধুর পাশে থাকাটাই বন্ধুত্বের সবচেয়ে বড় পরিচয়। সেটি অর্থনৈতিকভাবে হোক বা মানসিকভাবে পাশে থাকা হোক। বন্ধুর সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম। যে সবসময় বিপদে-আপদে পাশে থাকে, যার কাছে সবকিছু শেয়ার করা যায়, ভরসা করা যায় তাকেই বন্ধু বলে। তবে কথা দিয়ে কথা না রাখাটা হলো বন্ধুত্বের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। 

বন্ধুত্বে সবসময় সত্য বলতে হয়। দেওয়া কথা রাখতে হয়। আজ সেরকমই একটি দিন। আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন।

বড় দুঃসময়ে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বন্ধুর কাছ থেকে নেওয়া টাকা তাকে পরিশোধ করার দিন। সম্পর্ক সুন্দর রাখতে এসব লেনদেন সবসময় পরিচ্ছন্ন রাখা উচিত। নইলে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়।

আপনার বেলাতেও যদি তাই হয়, তাহলে আজ কিন্তু সে দূরত্ব দূর করার সুযোগ রয়েছে। কারণ, আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন।

টাকা বা অর্থ বন্ধুত্বে ফাটল ধরায় কি না তা নিয়ে এক জরিপ চালায় যুক্তরাষ্ট্র। ‘ফ্রেন্ডস এগেইন রিপোর্ট’ নামে ওই জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ অংশগ্রহণকারীরই বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকা ধার নেওয়ার কারণে কিংবা ধারের টাকা কখনও ফেরত না পাওয়ার কারণে!

এ সমস্যা সমাধানের উপায় হিসেবে প্রত্যেক বছরের ১৭ অক্টোবরকে ‘ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড’ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর এদিনে দিনটি পালন করছে দেশটি।

তাই প্রিয় বন্ধুকে নিয়ে তিক্ত অনুভূতিকে দূর করতে আজই তার পাওনা বুঝিয়ে দিতে চেষ্টা করুন।

Link copied!