• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

অফিসে লাঞ্চের পর ঘুম কাটাতে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ১১:৫৭ এএম
অফিসে লাঞ্চের পর ঘুম কাটাতে যা করবেন

অনেকেরই অফিসে লাঞ্চ করে ডেস্কে এসে বসতেই ঘুমে চোখ ভারী আসে। কাজের গতি কমে যায়। চলুন এই সমস্যা থেকে মুক্তির উপায় জেনে নিই—

  • সারা দিন চনমনে থাকতে গেলে রাতে ভালো ঘুমের দরকার। পর্যাপ্ত ঘুম না হলে অনেক সময় ক্লান্তি বোধ হয়। তাই অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুম প্রয়োজন।
  • খাওয়াদাওয়া করেই সোজা ডেস্কে না বসে একটু বাইরে গিয়ে হাঁটাচলা করে নেওয়া উচিত। তাহলে ঘুমভাব কেটে গিয়ে সতেজ লাগবে।
  • অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেললে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে চোখ ভারী হয়ে আসে। তাই অফিসে পরিমাণ বুঝে খাওয়াদাওয়া করা উচিত।
  • সেন্ট লরেন্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে, চুইংগাম চিবালে ক্লান্তি কমে। এটি সজাগ থাকতেও সাহায্য করে। তবে বেশি চুইংগাম খেলে হিতে বিপরীতও হতে পারে।
  • খাওয়াদাওয়ার পর কাজ করার সময় প্রিয় গানগুলি শুনে নিতে পারেন। এতে ক্লান্তি দূর হয়। কাজও তাড়াতাড়ি হয়। 
  • সুযোগ থাকলে সহকর্মীদের সঙ্গে খানিকটা সময় গল্প জুড়ে দিতে পারেন। এতে কাজের গতিও বাড়বে ঘুমও কেটে যাবে।
  • খাওয়ার পর সঙ্গে সঙ্গে টেবিলে না বসে জানালায় দাড়িয়ে বাইরের দিকে কিছু সময় দৃষ্টি রাখবেন। খোলা আকাশের দিকে তাকালে তন্দ্রাভাব অনেকটা কেটে যাবে।
Link copied!