• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর টোটকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০২:০৫ পিএম
প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর টোটকা

ডেঙ্গুর প্রভাব দিন দিন বাড়ছে বৈ কমছে না। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে মশাদের দাপট যেন তুঙ্গে। ঘরে ঘরে এখন সবার মাঝে একটাই উৎকণ্ঠা মশার কামড় থেকে কীভাবে বাঁচা যায়। প্রতিদিনই কোনো না কোনোভাবে মশার কামড়ের শিকার হতে হচ্ছে আমাদের। তাই মশা তাড়ানোই এখন আমাদের অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে। এমন ব্যবস্থা করতে হবে যেন কোনোভাবেই মশা শরীরে কামড় বসাতে না পারে। ঘরের আনাচে-কানাচেও তার অস্তিত্ব থাকবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক হাতের কাছে থাকা কিছু জিনিসে স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে মশা তাড়ানো যায়-

দারুচিনি
দারুচিনির তেল মশা দূরে রাখে। আধা কাপ পানিতে ১ চা–চামচের চার ভাগের ১ ভাগ পরিমাণ দারুচিনি তেল মিশিয়ে নিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন মশা তাড়ানোর ওষুধ। ত্বকে বা কাপড়ে স্প্রে করে নিতে পারেন এই টোটকা। এটি দেওয়ার পর এক ঘণ্টা পর্যন্ত মশা দূরে থাকবে। এরপর আবার প্রয়োগ করতে হবে। এতে রাসায়নিকজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে না। তবে পানিতে মেশানোর সময় খেয়াল রাখতে হবে, তেলের পরিমাণ যাতে বেশি না হয়। তেলে পরিমাণ বেশি হয়ে গেলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে।

ধূপ
কয়েলের ধোঁয়া শ্বাসের জন্য ক্ষতিকর। বিকল্প হিসেবে ধূপ ব্যবহার করতে পারেন। কাঠের গুঁড়া অথবা নারিকেলের ছোবা ছোট ছোট করে কেটে নিয়ে একটি পাত্রে রেখে আগুন দিন। এরপর ১চা চামচ পরিমাণ ধূপ দিয়ে দিন তাতে। মশার কামড় থেকে বাঁচতে সকালে-সন্ধ্যায় বাড়িতে এই ধূপ জ্বালাতে পারেন। মশা দূরে থাকবে।

ব্যাট
মশা তাড়ানোর নানান উপায়ের পাশাপাশি মশা মারার উপায়ও খোঁজেন কেউ কেউ। তাদের জন্য রয়েছে মশা মারার ব্যাট। পরিপূর্ণ চার্জ করা ব্যাট দিয়ে মশা মারা যায় ঝটপট।

ভ্যাপোরাইজার
ঘর থেকে মশা তাড়ানোর জন্য ধোঁয়াবিহীন এক অনুষঙ্গ হলো ভ্যাপোরাইজার। মশা তাড়াতে ভ্যাপোরাইজার বেশ কার্যকর। তবে খেয়াল রাখতে হবে যাদের শ্বাসকষ্ট আছে তাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অন্য পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।

Link copied!