• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

চুলের যত্নে কীভাবে মেথি ব্যবহার করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০১:২৩ পিএম
চুলের যত্নে কীভাবে মেথি ব্যবহার করবেন

মেথির গুণাগুন অনেক। এটি যেমন চুলের যত্নে কাজে লাগে তেমনি রান্নার কাজেও সমানতালে ব্যবহার হয়। মেথি চুলের পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। চুল পড়া আটকানোর পাশাপাশি খুশকি এবং চুল অকালে পেকে যাওয়া রোধ করে। চলুন তাহলে জেনে নিই চুলের যত্নে মেথির ব্যবহার কীভাবে করবেন- 

  • অন্তত ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে এরপর বেটে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • উজ্জ্বল চুলের জন্য মেথি বেটে নারিকেল দুধের সঙ্গে মিশিয়ে চুল ও মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • আধা কাপ নারিকেল তেলে ৪ টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন মেথি মুখবন্ধ বোতলে রেখে দিন। গোসলের ১ ঘণ্টা আগে ব্যবহার করতে হবে।
  • মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলের গোড়ায় লাগান মিশ্রণটি। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
  • মেথি বাটার সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে রাখুন। খুশকি দূর হবে।
  • মেথি ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। একটি ডিমের সাদা অংশ ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
Link copied!