• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

শীতে ত্বকের যত্নে গ্লিসারিন যেভাবে ব্যবহার করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৫:১৯ পিএম
শীতে ত্বকের যত্নে গ্লিসারিন যেভাবে ব্যবহার করবেন

শীতে রুক্ষতা ও শুষ্কতা কমিয়ে ত্বককে মসৃন রাখার জন্য নানান রকমের ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি আমরা। তারমধ্যে গ্লিসারিনও একটি। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এবং দীর্ঘ সময় ধরে ত্বককে কোমল রাখে। গ্লিসারিন মূলত একটি জৈব উপাদান যা কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এটি ব্যবহার করা যায় অনেকভাবেই। চলুন জেনে নিই-

  • এক টেবিল চামচ গ্লিসারিনের সঙ্গে দশ টেবিল চামচ পানি মিশিয়ে নিন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণটি হাতে ম্যাসাজ করে নিন। সকালে হাত ধুয়ে ফেলুন।
  • একটি ডিমের সাদা অংশ নিয়ে এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। তারপর এর সঙ্গে এক চামচ গ্লিসারিন দিয়ে ভালোভাবে মিশাতে হবে। মিশ্রণটি মুখে লাগিয়ে আঙ্গুল দিয়ে বৃত্তাকারে ও ওপরের দিকে চেপে চেপে ম্যাসাজ করতে হবে। এরপর বিশ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  • একটি বাটিতে এক থেকে চার কাপ গ্লিসারিন এবং এক থেকে দুই কাপ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কয়েকদিন রেখে দেওয়া যাবে। মিশ্রণটি টোনার হিসেবে ব্যবহার করতে পারবেন।
  • একটি পাত্রে দুইশ থেকে আড়াইশ মিলিলিটার গ্লিসারিন নিয়ে এর মধ্যে দুই টেবিলচামচ তাজা লেবুর রস মেশান। তারপর ভালোভাবে মিশিয়ে একটি কাঁচের বোতলে রাখুন। রাতে ঘুমানোর আগে ত্বকে লাগান।
  • এক টেবিল চামচ গ্লিসারিনের সঙ্গে আধা টেবিল চামচ বোরাক্স পাউডার ও কর্পূর মেশান। এর সঙ্গে এক কাপ বিশুদ্ধ পানি ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি মুখে লাগান ও কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • এক ১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে দুই টেবিল চামচ গ্লিসারিন ও চার টেবিল চামচ আমন্ড পাউডার নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ব্ল্যাকহেডস এর ওপর লাগান এবং শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • একটি ছোট পাত্রে ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিন নিয়ে ভালোভাবে মিশিয়ে মুখে ও শরীরে লাগিয়ে রাখুন সারারাত। সকালে উঠে ধুয়ে ফেলুন।
Link copied!