টানটান ত্বক পেতে চাইলে ঘরোয়া যত্ন নিতে হয় অনেক বেশি। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, পানি পান ও স্বাস্থ্যকর জীবনযাপন করাও প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক ত্বকের তারুণ্য ধরে রাখতে কিছু ঘরোয়া প্যাকের ব্যবহার-
- রাতে ঘুমানোর আগে ত্বকে নারকেলের তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
- ডিমের সাদা অংশ দিয়ে বানিয়ে নিন ফেস মাস্ক। এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যা ত্বককে টানটান করতে সাহায্য করে।
- কলার অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন ত্বকে নিয়ে আসে উজ্জ্বলতা। একটি পাকা কলা চটকে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
- সমপরিমাণ কফি গুঁড়া ও মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণে নারকেলের তেল যোগ করুন। প্যাকটি ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানির সাহায্যে ধুয়ে ফেলুন।
- ডিমের সাদা অংশের সঙ্গে মধু মেশান। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন।
- দই এবং মধুর মাস্কও ত্বকের শুষ্কতা দূর করে এবং বার্ধক্যের গতি কমায়।
- একটি পাকা পেঁপে চটকে পেস্ট তৈরি করে কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে টানটান করতে সাহায্য করে।
- চালের গুঁড়া, মধু ও টক দই একসঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখুন ত্বকে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতার পাশাপাশি টানটান হবে ত্বক।