প্রতিবারের মতো চলতি বছরের বছরের সেরা শব্দ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম অভিধান মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি। ২০২৩ সালের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে ‘অথেনটিক’।
অভিধান কর্তৃপক্ষ জানায়, চলতি বছর অনলাইন অনুসন্ধানে শব্দটির বহুল ব্যবহার দেখা গেছে। এ ছাড়া এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), তারকা সংস্কৃতি, পরিচয় (আইডেন্টিটি) এবং সামাজিক মিডিয়াকে কেন্দ্র করে বিভিন্ন গল্প আর কথোপকথনে শব্দটি ব্যবহারে মানুষের আগ্রহ দেখা গেছে।
মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি কর্তৃপক্ষ জানায়, অথেনটিক শব্দটির বহুবিধ অর্থ রয়েছে। ‘মিথ্যা বা অনুকরণ নয়’, মানুষের ‘প্রকৃত ব্যক্তিত্ব, সত্ত্বা, কিংবা চরিত্র’ নির্দেশ করতেও অথেনটিকের ব্যবহার রয়েছে। ‘আসল’ আর ‘নকল’ এর পার্থক্য ক্রমশ ক্ষীণ হয়ে আসায় মানুষ এখন অনেক বেশি ‘অথেনটিক’ টার্ম ব্যবহার করছে। এআইয়ের উত্থানে টেক্সট, ভিডিও, ছবি সবকিছু যাচাইয়ে মানুষ ‘অথেনটিক’ শব্দটি বেশি ব্যবহার করছেন।
এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ড, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সেলিব্রিটিরাও শব্দটিকে জনপ্রিয় করে তুলেছেন।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    






































