কেনাকাটার সুবিধার্থে ব্যবহার করা হয় ক্রেডিট কার্ড। গ্রাহকদের আগ্রহ বাড়াতে ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন সুবিধাও দিয়ে থাকে। ডিসকাউন্ট, ইনস্টলমেন্টসহ নানা সময়ে নানা অফার থাকে গ্রাহকদের জন্য়। বিশেষ করে মধ্যবিত্তদের জন্য এটি বেশ সাশ্রয়ী।
অনেকেই এখন ক্রেডিট কার্ডে নির্ভর হয়ে পড়েছেন। কোথাও খেতে যাচ্ছেন, কিছু কেনাকাটা করছেন সবই হচ্ছে ক্রেডিট কার্ডে। এতে সুবিধে হলো, সারা বছরের সঞ্চয়ে হাত দিতে হয় না, বরং ক্রেডিট কার্ডে একটু একটু করে মাসে মাসে বিল শোধ করে দেওয়া যায়। যা খরচের চাপ কমিয়ে দেয়।
ক্রেডিট কার্ডে যেমন সুবিধে রয়েছে, তেমনি এটি অনেকেরই কাছে ঝামেলার বিষয়। সঠিক ব্যবহার না জানলেই ক্রেডিট কার্ড ঝামেলার কারণ হয়ে দাড়ায়। সেই সঙ্গে এটি ব্যবহারের কিছু সাবধানতাও অবলম্বন করতে হয়।
ক্রেডিট কার্ড ব্যবহারে কিছু ভুলের কারণে গোপন পিন নম্বরটি প্রকাশ হয়ে যেতে পারে। সেই সুযোগে অন্য কেউ আপনার ক্রেডিট কার্ড হাতিয়ে নিয়ে আপনাকে বিপদে ফেলে দিতে পারে। এই পরিস্থিতি থেকে সাবধান হতে কিছু নিয়ম মেনে চলুন।
- ব্যাংক বা কোনো সংস্থা থেকে ক্রেডিট কার্ড নেওয়ার আগে তার খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিন। কার্ডটির জন্য বিশেষ কোনও সুরক্ষা বা সুবিধে আছে কি তা জেনে রাখুন। সংস্থা থেকে ক্রেডিট কার্ডে কোনো সুরক্ষা না থাকলে তা গ্রহণ করবেন না।
- ব্যাংকের বা সংস্থার যেকোনো কার্ডই গ্রাহকের একান্ত ব্যক্তিগত ব্যবহারের জন্য়। তাই ব্যক্তিগত নিরাপত্তার জন্য় পিন নম্বর দেওয়া হয়। কার্ডের পিন, সিভিভি, কার্ডের নম্বর গোপন রাখুন।
- ক্রেডিট কার্ড ব্যবহারের আগে নেটওয়ার্কের সুরক্ষা বলয় দেখে নিন। যেখানে নের্টওয়ার্ক নিম্নমানের সেখানে কার্ড ব্যবহার করবেন না।
- রেস্টুরেন্ট কিংবা দোকানে বিল পরিশোধে আমরা সবার সামনেই পিন নম্বর ব্যবহার করি। এটি করার আগে সতর্ক থাকুন। চারপাশের লোকের আড়ালে পিন নম্বর চাপুন।
- যেকোনো সহজলভ্য নেটওয়ার্কে কার্ড ব্যবহার করবেন না। সাইবার ক্যাফেতে কার্ড ব্যবহার করবেন না। আপনার ব্যবহার করা কম্পিউটার বা ল্যাপটপ যদি সহজেই অন্য কেউ ব্যবহার করতে পারেন তবে সেখানে ক্রেডিট কার্ডের তথ্য রাখবেন না। যেকোনো মেশিন থেকে কার্ড ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে।
- ব্যাংক থেকে বা অন্য কেউ ফোন করে কার্ড সম্পর্কে কোনো তথ্য চাইলে তা দেবেন না। বরং পুলিশে অভিযোগ করুন।
- শপিং মলে বা রেস্টুরেন্টের ওয়াইফাই জোনে ট্রানজাকশন করেন অনেকে। এ অভ্যাস ক্ষতির কারণ। এটি ক্রেডিট কার্ডের সুরক্ষা নষ্ট করতে পারে। এই নেটওয়ার্কের মাধ্যমে আপনার কার্ড নকল করে হ্যাক করতে সহজ হবে হ্যাকারদের। তাই সাবধান থাকুন।