• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কনের হাতে মেহেদির রং গাঢ় হবে যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৪:১২ পিএম
কনের হাতে মেহেদির রং গাঢ় হবে যেভাবে

চারপাশজুড়ে এখন বিয়ের আমেজ। আংটি বদল, গায়েহলুদ, মেহেন্দির অনুষ্ঠানের পর হয় বিয়ের অনুষ্ঠান। সব অনুষ্ঠানে কনের সাজ কী হবে, তা-ও ঠিক করা থাকে। এর মধ্যে দুই হাত ভরে কনে মেহেন্দি লাগায়। কিন্তু মেহেদির সুন্দর রং না হলে সব সাজই ফিকে হয়ে যায়।

বর্তমান সময়ে তো মেহেদি নাইটের আয়োজনও থাকে। পরিবার ও বন্ধুদের নিয়ে নেচে-গেয়ে মেহেন্দি নাইটের আয়োজন হয়। সবাই মিলে হাতে মেহেন্দি পরেন। আর কণের হাতে মেহেন্দি পরানোর হয় গর্জিয়াস ভাবে। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে মেহেন্দির রং মনের মতো হয় না। সহজ কিছু উপায়ে হাতের মেহেন্দি আরও গাঢ় এবং সুন্দর রঙ পাওয়া যাবে।

  • মেহেন্দি পরার আগে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন। হাতে ময়লা থাকলে মেহেন্দির রং বসবে না। হাত ধুয়ে নিলে  ধুলো কিংবা ময়লা উঠে যায়। মেহেন্দি হাতে খুব ভালোভাবে বসে। গাঢ় রং ফুটে ওঠে।
  • মেহেন্দি লাগানোর পর কখন তুলতে হবে তা অনেকেই জানেন না। অনেকেই মেহেন্দি দিয়ে ২ থেকে ৩ ঘণ্টা পর হাত ধুয়ে ফেলেন। অথচ মেহেন্দি হাতে ভালো করে বসার জন্য অনেকটা বেশি সময় নেয়। অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা পর হাত ধুতে হবে। তবেই মেহেন্দির রং আরও গাঢ় হবে।
  • লেবুর রস, চিনির রস এবং অল্প পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। হাতের মেহেন্দি শুকিয়ে যাওয়ার পর মিশ্রণটি এর ওপর লাগান। তুলো দিয়ে মিশ্রণটি মেহেন্দির উপর ব্যবহার করুন। এতে রঙ গাঢ় হবে। মেহেন্দি হাতে দীর্ঘদিন থাকবে।
  • গরম প্যানে ৩ থেকে ৪টি রসুন গরম করে নিন। সেই রসুন মেহেন্দির শুকানোর পর হাতে ব্যবহার করুন। মেহেন্দির রঙ খুবই গাঢ় হবে।
  • মেহেন্দি শুকিয়ে গেলে পানি দিয়ে ধোয়া যাবে না। দুটো হাত একসঙ্গে ঘষে মেহেন্দি তুলে ফেলতে হবে। পরবর্তী ১২ ঘণ্টা পর্যন্ত মেহেন্দি লাগানো হাতে সাবান ব্যবহার করবেন না।
  • মেহেন্দি তোলার পর দুই হাতে সর্ষের তেল লাগিয়ে নিন। শর্ষের তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রসও ব্যবহার করতে পারেন। রং গাঢ় ও সুন্দর হবে।
Link copied!