মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০১:২৩ পিএম
মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম আর নেই

মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিবিসি জানায়, মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতার রাজধানী বামাকাওয়ে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে। তার পরিবার ও সাবেক সহকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তার পরিবার ও সাবেক সহকর্মীরা জানান, দুই বছর আগে সাবেক এই প্রেসিডেন্টের মাইনর স্ট্রোক হয়।

১৯৯৪ থেকে ২০০০ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম বাউবাকার কেইতা। মালির প্রেসিডেন্ট হিসেবে ৭ বছর দায়িত্ব পালন করেন তিনি। সরকারবিরোধী বিক্ষোভের পর এক সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ওই সময় অর্থনৈতিক সংকট ও বিতর্কিত নির্বাচন কেইতা শাসনের বিরুদ্ধে বিক্ষোভকে উসকে দেয়।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!