করোনার দ্রুত-সংক্রমণশীল রূপ ওমিক্রন ছড়িয়ে পড়েছে ভারতের ২৬ রাজ্যে। ওমিক্রনের সংক্রমণে দেশটিতে প্রথম মৃত্যু হয়েছে রাজস্থানের ৭৩ বছর বয়সী এক ব্যক্তির।
সরকারি তথ্য অনুসারে ওই ব্যক্তি সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন এবং তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তবে কর্মকর্তারা বলেছেন আক্রান্ত ব্যক্তি ডায়াবেটিসসহ অন্যান্য বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ১৫ ডিসেম্বর এই রোগীকে রাজস্থান রাজ্যের উদয়পুর শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, লাভ আগরওয়াল সংবাদ সম্মেলনে বলেন, “এটিই দেশের প্রথম ওমিক্রন-সংক্রান্ত মৃত্যু। আক্রান্ত রোগী একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। তার ডায়াবেটিসসহ অন্যান্য রোগ ছিল।”
গত সপ্তাহে দেশটিতে প্রায় ছয় গুণ বেড়েছে সংক্রমণ হার। বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রনের প্রভাবেই অবনতি হয়েছে পরিস্থিতির। এ পর্যন্ত ২ হাজার ৬৩০ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টার মধ্যে ৩২৫ জনের মৃত্যু হলেও শুধু একজনই ওমিক্রন আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বৃহস্পতিবার প্রায় এক লাখ করোনা আক্রান্তের রেকর্ড গড়েছে ভারত। গত বছরের জুন মাসের পর এটিই দেশটির সর্বোচ্চ দৈনিক সংক্রমণের রেকর্ড। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। গতকালের তুলনায় যা ৫৫ শতাংশ বেশি।