• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিশ্বে এক দিনে করোনা শনাক্ত ১৯ লাখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১০:১০ এএম
বিশ্বে এক দিনে করোনা শনাক্ত ১৯ লাখ

বিশ্বজুড়ে করোনভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিনিয়ত বাড়ছেই সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার এবং প্রাণহানি হয়েছে প্রায় ৪ হাজার মানুষের।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৮৩ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৫৭ হাজার ৫৮৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ১৮৪ জন। এতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। আর মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এদিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয়। এরপরই রয়েছে ইতালি, মেক্সিকো, তুরস্ক ও কলম্বিয়া।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৫ হাজার ২২২ জন।

Link copied!