• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানে ৬ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবাহী হেলিকপ্টার নিখোঁজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০২:৩৪ পিএম
পাকিস্তানে ৬ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবাহী হেলিকপ্টার নিখোঁজ
হেলিকপ্টারে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে নিখোঁজ হয়েছে পাকিস্তানের একটি হেলিকপ্টার। এতে একজন ঊর্ধ্বতন সামরিক জেনারেলসহ ছয়জন কর্মকর্তা ছিলেন।

সোমবার সেনাবাহিনীর এভিয়েশন হেলিকপ্টারটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ অভিযানে অংশ নিচ্ছিল। এসময় হেলিকপ্টারটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, “বেলুচিস্তানের লাসবেলায় বন্যা ত্রাণ কার্যক্রমে থাকা পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।”

শীর্ষ সেনা কর্মকর্তাররা বলেছেন, হেলিকপ্টার থাকা ব্যক্তিদের মধ্যে কমান্ডার ১২ কর্পসের কর্মকর্তারা রয়েছেন। তারা বেলুচিস্তানে ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন।

গোয়েন্দা কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আরোহীদের মধ্যে কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী ছাড়াও পাকিস্তান কোস্টগার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টি এবং দুই মেজরও ছিলেন। তবে হেলিকপ্টারটিতে কী ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশ কর্মকর্তা পারভেজ উমরানি বলেন, উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যায়নি। খারাপ আবহাওয়ার কারণে সোমবার অনুসন্ধান বন্ধ করার পরে, মঙ্গলবার সকালে আবার অভিযান শুরু হয়েছে।

Link copied!