বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। বার্তা সংস্থা এপি জানায় সেনা অভিযানের ঘোষণার মিনিট খানেকের মধ্যেই রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরেও একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এপি, রয়টার্স ও এএফপির ছবিতে এক নজরে যুদ্ধের কিছু দৃশ্য।