ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ভয়াবহ অগ্ন্যুৎপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ।
রোববার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রতিবেদনে বলা হয়, ছাইয়ের কুণ্ডলী ও লাভায় দগ্ধ হয়ে বহু মানুষ হতাহত হয়েছেন। অগ্ন্যুৎপাতের পর আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। জাভা দ্বীপের আশপাশের এলাকার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ও ছাই উড়তে দেখা গেছে।
লুমাজাং জেলার ডেপুটি চিফ ইন্দাহ মাসদার জানিয়েছেন, লাভার আগুনে ৪১ জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া ১০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “আমরা চরম দুর্দশার মধ্যে আছি। এটা খুবই কষ্টকর, মানুষের কান্না থামছে না।”
এদিকে রোববার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি (বিএনপিবি) জানিয়েছে, সেমেরু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। এর মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এছাড়া অগ্ন্যুৎপাতে আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। দুর্যোগপীড়িত ওই এলাকা থেকে এখন পর্যন্ত ৯০২ জন মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।