• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
তুরস্ক

ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তিনজনকে জীবিত উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৭:৪৯ পিএম
ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তিনজনকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ১৯৮ ঘণ্টা পর তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আদিয়ামান প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৮ বছর বয়সী কিশোর মুহাম্মেদ কাফেরকে। ভূমিকম্পের ৮ দিনের বেশি সময় পর মুহাম্মেদ কাফেরসহ মোট তিনজনকে জীবিত উদ্ধার করেছেন তুরস্কের উদ্ধারকর্মীরা।

এ বিষয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, উদ্ধার হওয়া একজন হচ্ছেন, ১৭ বছর বয়সী মুহাম্মেদ ইনেস ইয়েনিনার। অপরজন তার ভাই, ২১ বছর বয়সী বাকি ইয়েনিনার। এই তিনজনকেই হাসপাতালে নেয়া হয়েছে। তাদের সবশেষ পরিস্থিতি এখনও জানা যায়নি।

এরই মধ্যে নানা ধরনের সহায়তা নিয়ে তুরস্কের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। উদ্ধারকাজে যোগ দিয়েছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরা। তবে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলো জাতিসংঘ সহায়তা পাঠাতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

Link copied!