• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

দুই সপ্তাহেও খোঁজ মিলেনি তিন মার্কিন নারীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ০৯:০২ পিএম
দুই সপ্তাহেও খোঁজ মিলেনি তিন মার্কিন নারীর

দুই সপ্তাহ পার হলেও এখনো খোঁজ মিলেনি মেক্সিকোতে কাপড় বিক্রি করতে যাওয়া তিন মার্কিন নারীর। তাদের সন্ধানে এরইমধ্যে মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে গত ৩ মার্চ মেক্সিকোর সীমান্ত শহর মাতামোরোসে চার মার্কিন নাগরিক অপহৃত হওয়ার এক সপ্তাহ আগে ওই তিন মহিলা নিখোঁজ হয়েছিলেন।

শনিবার (১১ মার্চ) টেক্সাস পুলিশের বরাতে এ জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

পুলিশ জানায়, মেরিনা পেরেজ রিওস (৪৮), তার বোন মারিটজা ত্রিনিদাদ পেরেজ রিওস (৪৭) এবং তাদের বন্ধু ডোরা অ্যালিসিয়া সার্ভান্তেস সেনজ (৫৩) ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোতে পাড়ি দিয়েছিলেন।

সীমান্তবর্তী শহর পেনিটাসের পুলিশ প্রধান রোয়েল বারমেয়া এএফপিকে জানান, টেক্সাসে বসবাসকারী ওই নারীরা মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় মন্টেমোরেলোসের একটি বাজারে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদের নিখোঁজ হওয়ার কারণ এখনো জানা যায়নি।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, “মেক্সিকোতে তিন মার্কিন নাগরিক নিখোঁজ হওয়ার খবর সম্পর্কে তারা অবগত।”

তিনি আরও বলেন, “বিদেশে মার্কিন নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তার চেয়ে স্টেট ডিপার্টমেন্টের অন্য কোনো উচ্চ অগ্রাধিকার নেই। আমরা প্রয়োজনে মার্কিন নাগরিকদের এবং তাদের পরিবারকে যথাযথ সহায়তা দিতে প্রস্তুত আছি।”

Link copied!