• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২, ১৪ রবিউস সানি ১৪৪৭

ইউক্রেনে ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ৩০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১০:৩৩ এএম
ইউক্রেনে ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ৩০
ছবি : সংগৃহীত

রাশিয়ার ভয়বহ হামলায় আবার রক্তাক্ত ইউক্রেন। শনিবার ইউক্রেনের উত্তর সুমি অঞ্চলের একটি রেলস্টেশনে ড্রোন হামলা চালান রাশিয়ার সেনারা। 

এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রাশিয়ার এই হামলাকে ‘অসভ্যতা’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইউক্রেনের রেল পরিকাঠামোকে নিশানা করেছে বারবার। গত দুই মাসে প্রায় প্রতিদিনই রুশ সেনারা ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়েছে।

উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের শোৎস্কা রেল স্টেশনে শনিবার রুশ ড্রোন হামলায় যাত্রী ও রেলকর্মী মিলিয়ে অন্তত ৩০ জনের প্রাণহানির কথা জানা যাচ্ছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘বর্বরোচিত’ বলে মন্তব্য করেছেন। সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে তছনছ হয়ে যাওয়া একটি ট্রেন। তার লোহালক্কড় বেরিয়ে এসেছে, উপড়ে গিয়েছে জানালা, দাউদাউ করে আগুন জ্বলছে। 

জেলেনস্কি লিখেছেন, ‘রাশিয়ানরা বুঝতে পারেনি যে ওরা সাধারণ মানুষের ওপর হামলা করছে, এটা হতে পারে না।’

প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ওপর আছড়ে পড়ে একাধিক ড্রোন। তারপরই আগুন ধরে যায় গোটা ট্রেনে। সেই সময় ওই ট্রেনের ভিতর উপস্থিত ছিলেন বহু মানুষ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের। 

শুধু তাই নয়, রুশ আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশনটিও। এই সম্পর্কিত একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন জেলেনস্কি। যেখানে দেখা যাচ্ছে, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ট্রেনটি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। 

জেলেনস্কি বলেন, রেলস্টেশনে রাশিয়ার এই হামলা অত্যন্ত নিন্দাজনক। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সবাই ঘটনাস্থলে পৌঁছেছে। আহতের সংখ্যা বহু। এ পর্যন্ত আমরা ৩০ জনের মৃত্যুর খবর পেয়েছি।

Link copied!