আগামী জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দলই বাংলাদেশে সরকার গঠন করুক, ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি।
সোমবার (৬ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের (Diplomatic Correspondents Association, Bangladesh) সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের নির্বাচন যেন জনগণের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়, এটাই ভারতের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখতে হলে উভয় পক্ষেরই দায়িত্বশীল আচরণ জরুরি। তাই প্রতিহিংসামূলক বক্তব্য বা উসকানিমূলক মন্তব্য এড়িয়ে চলা উচিত।
এ সময় তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে গভীর, বহুমাত্রিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে বলেন, ভবিষ্যতেও এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে শক্ত ভিত্তির ওপর সম্পর্ক তৈরি করতে চাই, সেটা রাজনৈতিক সরকার যেই আসুক না কেন। জনগণের রায়ই এখানে মুখ্য বিষয়।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।