আলোচিত মডেল মেঘনা আলম আবারও আলোচনায়। ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
চলতি বছরের শুরুতে মেঘনার বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার দাবির ঘটনায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতারও করা হয়েছিল। তবে সম্প্রতি আদালত তার ব্যক্তিগত মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট জব্দের প্রস্তাব নাকচ করে দেন। ফলে এসব ব্যক্তিগত জিনিস আপাতত তার দখলেই রয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেঘনা লিখেছেন—
এই দিনটি আমাকে মনে করিয়ে দেয় সাংবাদিক জামাল খাশোগির হত্যার কথা। ২০১৮ সালে সৌদি কনস্যুলেটের ভেতরে সেই ঘটনা ঘটেছিল। আজও আমি ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে হত্যার হুমকি পাচ্ছি।
তিনি আরও দাবি করেন, সাবেক রাষ্ট্রদূতের পরিবার তাকে ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় এখন তাকে ভয় দেখানোর চেষ্টা করছে।
মেঘনার ভাষায়, তারা আমাকে থামাতে চাইছে, কিন্তু আমি ভীত নই। আমি বিশ্বাস করি সৌদি ক্রাউন প্রিন্স ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ন্যায়ের পক্ষে থাকবেন।
বর্তমানে নিরাপত্তা নিয়ে সচেতন মেঘনা আলম জানিয়েছেন, তিনি সাহসের সঙ্গে সব ধরনের অভিযোগ ও ষড়যন্ত্রের মোকাবিলা করবেন।