• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২, ১৪ রবিউস সানি ১৪৪৭

কমপক্ষে ৫০ বার কক্সবাজার গিয়েছি: নায়লা নাঈম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৬:২৮ পিএম
কমপক্ষে ৫০ বার কক্সবাজার গিয়েছি: নায়লা নাঈম

আলোচিত মডেল ও সাবেক ডেন্টাল সার্জন নায়লা নাঈম নিজের ব্যক্তিগত এক অভিজ্ঞতা শেয়ার করে আবারো সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, কক্সবাজারের সমুদ্রে নামলে তার শরীরে চুলকানি ও অস্বস্তি দেখা দেয়, যার কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থানে গেলেও খুব একটা পানিতে নামেন না তিনি।

নায়লা লেখেন, “জীবনে কমপক্ষে ৫০ বার কক্সবাজার গিয়েছি ঘুরতে কিংবা শুটিংয়ে। কিন্তু পানিতে নেমেছি বড়জোর ৩-৪ বার। কারণ, একদিকে অতিরিক্ত ভিড়, অন্যদিকে পানিতে নামার কিছু সময় পরেই শরীরে চুলকানি শুরু হয়। এতে একধরনের অস্বস্তি তৈরি হয়।”

তবে তিনি জানান, বিদেশের সৈকতগুলোতে তিনি এ ধরনের সমস্যায় পড়েন না।

“দেশের বাইরে যেকোনো বীচে নামতে আমার একদম ভালো লাগে, কোনো অস্বস্তি নেই।”

শোবিজে তার আত্মপ্রকাশ ঘটে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে। পরে পোশাক ব্র্যান্ড, মিউজিক ভিডিও ও নাটকে নিয়মিত মডেলিং করেন। তবে খোলামেলা ফটোশুট ও সাহসী বক্তব্যের কারণে নায়লা সবসময়ই আলোচনার কেন্দ্রে ছিলেন।

২০১৩ সালের শেষদিকে তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান এবং ধীরে ধীরে শোবিজে নিজের অবস্থান পোক্ত করেন। তবে এখন তিনি মূলত চিকিৎসা পেশায় মনোযোগী।

নায়লার বক্তব্য নতুন আলোচনার জন্ম দিলেও, সৈকতের পানি মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিন ধরেই পর্যটকদের মধ্যে এ ধরনের অভিযোগ রয়েছে। তার মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Link copied!