একটা ব্যক্তিগত বিমান কেনার ইচ্ছা চিত্রনায়িকা ময়ূরীর। এমনটাই জানালেন একটি ভিডিওতে। নব্বই দশকের শেষ প্রান্তে ঢাকাই চলচ্চিত্রে যখন অন্ধকার সময় বইছিল, তখন ঝড় তুলে আবির্ভাব ঘটে চিত্রনায়িকা ময়ূরীর। এখন তিনি অনেক দূরে— থাকেন যুক্তরাষ্ট্রে। ময়ুরীর দুই সন্তানকে সেখানেই পড়াশোনা করান।
সম্প্রতি দেশটির একটি ব্যক্তিগত বিমানঘাঁটিতে ঘুরতে গিয়েছিলেন ময়ূরীর। এই বিমান ঘাটিতে ব্যক্তিগত বিমান ওঠানামা করে, যেখানে কোনো পেশাদার ফ্লাইট চলাচল করে না। এই বিমানঘাঁটিতেই ঘুরতে গিয়ে একটি ভিডিও বানান ময়ূরী।
সেই ভিডিওতেই বলেন, ‘আমরা একটি বিমানঘাঁটিতে ঘুরতে এসেছি, এখানে প্রাইভেট প্লেন ওঠানামা করে। ইশ আমার যে কবে একটা প্রাইভেট প্লেন হবে।’
ভিডিওর ক্যাপশনেও ইচ্ছে প্রকাশ করে লিখেছেন, ‘কবে একটা প্রাইভেট প্লেন হবে।’
পরে অবশ্য ময়ূরী ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘এটা জাস্ট ফান। ’
অশ্লীলতার তকমায় ঢালিউড যখন নড়বড়ে অবস্থায়, তখনও একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন ময়ূরী। তার বিপরীতে অভিনয় করেছেন বর্তমান সময়ের দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানসহ অনেকেই। তখনকার সময় ঢালিউডে যত সিনেমা নির্মিত হচ্ছে, তার প্রায় এক-তৃতীয়াংশেই ময়ূরী ছিলেন! বর্তমানে এই অভিনেত্রী দেশ ছেড়ে মার্কিন মুলুকে।