• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২, ১৪ রবিউস সানি ১৪৪৭

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ 


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৪:০৫ পিএম
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ 
ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত এবং দুজন আহত হয়েছে। সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত এবং দুজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং তিনজনের মরদেহ পুলিশ হেফাজতে নেয়। তবে নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

Link copied!