জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। এবার সিনেমা নয়, বিতর্কের কারণে অন্য। দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত কার্নিভালে অতিথি হিসেবে তার উপস্থিতি ঘিরে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে পশ্চিমবঙ্গে।
শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজনে অনুষ্ঠিত হয় কার্নিভালটি। রঙিন আলো, নাচ-গান আর উৎসবের আবহে ভাসছিল শহর। আর সেখানেই মঞ্চে উঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন জয়া আহসান।
কিন্তু এই সাংস্কৃতিক মুহূর্তই পরিণত হয় রাজনৈতিক বিতর্কে। অনুষ্ঠানে জয়াকে দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, ‘এক বাংলাদেশি নাগরিককে রাজ্যের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো অসম্মানজনক এবং অযৌক্তিক।’
দুর্গাপুরে বিজেপির নেতা-কর্মীরা এরপর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রশাসনিক ভবনের সামনে জয়ার ছবিতে কালি মাখিয়ে আগুন জ্বালানো হয়, এমনকি ‘জয়া গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়।
বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের শিল্পীদের বাদ দিয়ে একজন বাংলাদেশিকে মঞ্চে আনা মানে বাংলার সংস্কৃতির প্রতি অবমাননা।’
অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘দুর্গাপুরে জয়া আহসানের আগমন কোনো অপমান নয়, এটি সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক। বিজেপি সবকিছুতেই রাজনীতি খুঁজে বেড়াচ্ছে।’