• ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২, ১১ রবিউস সানি ১৪৪৭

সৃজিত এখন আর আপনার স্বামী নন? জবাবে যা বললেন মিথিলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:৪২ পিএম
সৃজিত এখন আর আপনার স্বামী নন? জবাবে যা বললেন মিথিলা

কয়েক মাস ধরেই ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবন নিয়ে সরগরম টলিউড–ঢালিউড মহল। শোনা যাচ্ছে, তিনি নাকি ঘনিষ্ঠ হচ্ছেন তরুণী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিভিন্ন সময় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়েছে। এমনকি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুস্মিতার সঙ্গে তোলা একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সৃজিত, যা নিয়ে ভক্তদের কৌতূহল এখন তুঙ্গে।

অন্যদিকে, সৃজিত ও তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছুদিন ধরেই। একসময় কলকাতায় নিয়মিত যাওয়া মিথিলা গত বছর জুলাইয়ের পর আর সেখানে যাননি।

এই প্রসঙ্গে মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে মিথিলাকে জিজ্ঞেস করা হয়, কেন কলকাতা যাচ্ছেন না? তিনি সোজাসাপটা উত্তর দেন, ‘ভিসা নেই।’

সেই অনুষ্ঠানে মিথিলার কাছে সরাসরি জানতে চাওয়া হয়, স্বামী–স্ত্রীর সম্পর্ক কি আগের মতো আছে? গুঞ্জনের জবাবে তিনি বলেন, ‘কে কী বলছে সেটা তাদের কথা, আমি কিছু বলব না।’

তবে স্বামী হিসেবে এখনো কি সৃজিতের নাম রয়েছে—এমন প্রশ্নে মিথিলা মাথা নেড়ে ‘হ্যাঁ’ বলে উত্তর দেন।

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছিলেন মিথিলা। এর আগে তিনি গায়ক তাহসান খানের সঙ্গে সংসার করছিলেন। বিয়ের পর মেয়েকে নিয়ে কলকাতায় স্থায়ী হয়েছিলেন এই অভিনেত্রী। তবে প্রায় দুই বছর ধরে মেয়ে আইরাকে নিয়ে ঢাকাতেই থাকছেন তিনি।

সব মিলিয়ে সৃজিত–মিথিলা দম্পতির দূরত্ব ও সৃজিত–সুস্মিতার ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা এখন টালিগঞ্জ–ঢালিউড মহলে আলোচনার প্রধান বিষয়।

Link copied!