ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবন নিয়ে যতটা আলোচনায় থাকেন, কর্মজীবনে ততটাই ব্যস্ত সাফল্যের পথে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেমের পর বিয়ে, এরপর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য জন্ম—সবকিছু মিলিয়ে জীবনের বড় অধ্যায় পার করেছেন তিনি। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গে সম্পর্কের অবসান ঘটান এই তারকা।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সময় কাটাচ্ছেন ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই শেয়ার করেন সন্তানদের সঙ্গে কাটানো খুনসুটির মুহূর্ত।
সাম্প্রতিক এক ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরে সন্তানদের নিয়ে ভ্যাকসিন দিতে গিয়েছিলেন পরীমণি। ভিডিওতে ছোট্ট রাজ্যকে বলতে শোনা যায়, ছোটবেলায় মা থাকতো, এখন আম্মু ডাকা শুরু করেছে।
ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাট একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন কী করে।
সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
নেটিজেনরা ভিডিও দেখে প্রশংসা করছেন তার মাতৃত্বের আন্তরিকতা ও দায়িত্ববোধ। ক্যারিয়ার ও পরিবার—দুই দিকেই সমানভাবে নিজেকে সামলাচ্ছেন পরীমণি, যা তাকে ভক্তদের কাছে আরও কাছের মানুষ করে তুলছে।