• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

রাশিয়া-সিরিয়া ৬ দিনের সামরিক মহড়া শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৯:৩৫ এএম
রাশিয়া-সিরিয়া ৬ দিনের সামরিক মহড়া শুরু

বিমান হামলা প্রতিরোধে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনী যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে। আজ বুধবার শুরু হয়ে এ মহড়া ছয় দিন চলবে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে রাশিয়া ও সিরিয়া।

রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়ার প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনোভ মঙ্গলবার রুশ সংবাদ সংস্থাগুলোকে এ তথ্য জানান।

গুরিনোভ বলেন, “মহড়ায় বিমান হামলা প্রতিরোধে দুই পক্ষের বিমান বাহিনী, প্রতিরক্ষা বাহিনী ও ইলেক্ট্রনিক যুদ্ধ সরঞ্জাম নিয়ে কাজ করা সেনাদের কৌশল ঝালাই করতে এ প্রশিক্ষণের পরিকল্পনা করা হয়েছিল।”

Link copied!