• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

গাজায় ‘মানবিক বিপর্যয়’ বন্ধের আহ্বান কাতার-সৌদির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৩, ০৫:৫৬ পিএম
গাজায় ‘মানবিক বিপর্যয়’ বন্ধের আহ্বান কাতার-সৌদির
দক্ষিণ গাজার খান ইউনিসের একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত স্বামী ও সন্তানের মরদেহের পাশে বিলাপ করছেন ফিলিস্তিনি নারী। ছবি- আলজাজিরা

সৌদি আরব ও কাতার এক যৌথ বিবৃতিতে গাজায় মানবিক বিপর্যয় বন্ধের আহ্বান জানিয়েছেন।

কাতারের আমির এবং সৌদি ক্রাউন প্রিন্স গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আমির শেখ তামিম বিন আল হামাদ আল থানি এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনে সামরিক অভিযান বন্ধ করার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুই পক্ষ ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে জোর দিয়েছে।

দুই নেতা দ্বি-রাষ্ট্র সমাধান এবং আরব শান্তি উদ্যোগের নীতি অনুসারে ফিলিস্তিন সমস্যা নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।
সূত্র- আলজাজিরা

Link copied!