• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

নেপালে ৭২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১২:১৭ পিএম
নেপালে ৭২ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

নেপালের পোখারায় ৭২ যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

এদিকে দুর্ঘটনার পরপরই পোখারা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের ওই উড়োজাহাজটিতে ৬৮ যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। এটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল। এ সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। 

রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ ও ২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক রয়েছেন। 

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা বলেছেন, “উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। উদ্ধার কাজ চলছে। কেউ জীবিত আছে কিনা আমরা এখনও জানি না।”

স্থানীয় কর্মকর্তা গুরুদত্ত ধাকাল বার্তা সংস্থা এফপিকে বলেছেন, উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। তার আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে। সবাই আগুন নিভিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে।”

Link copied!